নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৮ জুলাই ২০২৩

সাতক্ষীরার আশাশুনিতে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আলিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরার উপজেলা সদরের আশাশুনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের রুমি ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) শ্যামনগরে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন>> মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ঈদের পর মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। বন্ধুরা অন্ধকারে তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহসানুর রহমান রাজীব/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।