এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৫ জুলাই ২০২৩

সিলেট বিভাগীয় শহরে সমাবেশ করার অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই সমাবেশ করতে চায় দলটি।

বুধবার (৫ জুলাই) দুপুরে মহানগর জামায়াতের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

দলের আমির ডা. শফিকুর রহমান চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করবে দলটি।

সমাবেশের বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আগামী ১৫ জুলাই সিলেট মহানগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে চাই। এজন্য আজ দুপুর ২টার পর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি।’

এক প্রশ্নের জবাবে জামায়াতের এ নেতা বলেন, ‘আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকার আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় যদি সমাবেশের অনুমতি পাওয়া যায়, আমরা বিশ্বাস করি রাজধানীর সমাবেশের চেয়েও সিলেটে বেশি উপস্থিতি হবে।

দীর্ঘ এক দশক প্রকাশ্যে সমাবেশ করা থেকে বিরত থাকার পর গত ১০ জুন রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী। এরপর দলটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর এসবের মধ্যেই ঢাকার বাইরে বড় শহরে সমাবেশ করার উদ্যোগ নিলো জামায়াত।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।