ভুয়া গাইনি চিকিৎসককে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৫ জুলাই ২০২৩
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে মনোয়ারা বেগম নামের একজন ভুয়া গাইনি চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কাহালু থিয়েটার সড়কের উত্তর পাশে স্টার বিল্ডিংয়ের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে মনোয়ারা বেগম নামের এক নারী চিকিৎসকের চেম্বার পাওয়া যায়। চেম্বারে ঢুকে দেখা যায়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও তিনি নামের সঙ্গে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করেছেন। একইসঙ্গে কোনো ডাক্তারি সনদপত্র না থাকার পরও দীর্ঘদিন এলাকায় প্রসূতি সেবা দিয়ে যাচ্ছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসা জানান, মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তার ডাক্তারির সপক্ষে কোনো সনদপত্র দেখাতে পারেননি। সেইসঙ্গে জনগণের সঙ্গে চিকিৎসা নিয়ে প্রতারণার কথা স্বীকার করেন। এ অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাশরুল আলম জাকি ও থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।