জিআই স্বীকৃতি পেলো চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা
ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) স্বীকৃতি পেলো চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এরইমধ্যে দুই মাসের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। কয়েকদিন পরই স্বীকৃতি সনদ হাতে পাওয়া যাবে।
বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আমের জিআই স্বীকৃতির জন্য আবেদন করেছিলাম। এই আবেদনের পেক্ষিতে গত দু’মাস যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেই সময় শেষ হয়েছে। এখন আমরা চিন্তামুক্ত। কয়েকদিন পরই ল্যাংড়া ও আশ্বিনা আমের জিআই স্বীকৃতি সনদ হাতে পাবো। এটি পেলে চাঁপাইনবাবগঞ্জের ৪টি আমের জিআই স্বীকৃতি মিলবে।
এর আগে ২০১৯ সালে ক্ষিরসাপাত আম ও ২০২২ সালে ফজলি আমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ উভয় জেলা জিআই স্বীকৃতি পায়।
সোহান মাহমুদ/এফএ/এমএস