লাইসেন্স ছাড়াই পশুখাদ্য তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৫ জুলাই ২০২৩

সিরাজগঞ্জে মৎস্য ও পশুখাদ্য তৈরির লাইসেন্স না থাকায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের হাসিলদহ ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি জানান, একটি রাইস মিলে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য তৈরি করে নিয়মিত বাজারে বিক্রি করে আসছিল। এজন্য মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।