ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৩৬ এএম, ০৫ জুলাই ২০২৩
ফাইল ছবি

শেরপুরের নকলায় গুঁড়ি ‍গুঁড়ি বৃষ্টির মধ্যে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে মোছা. লিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খোকা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেগুনক্ষেতে বেগুন তুলছিলেন লিজা বেগম ও তার স্বামী খোকা মিয়া। দুপুর আনুমানিক ১২টার দিকে বজ্রাঘাতে লিজা বেগম ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার বলেন, এ ব্যপারে নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমরান হাসান রাব্বী/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।