ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:২০ এএম, ০৫ জুলাই ২০২৩

স্বাধীনতার ৫২ বছর পর ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার চৌরাস্তার পাশে ম্যুরালগুলো উদ্বোধন করা হয়।

বালীয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) বিপুল কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

বিজ্ঞাপন

সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতেই এসব ম্যুরাল উদ্বোধন করা হলো। এ ম্যুরালগুলো পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানান দেবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

তানভীর হাসান তানু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।