রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ একজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৪ জুলাই ২০২৩

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আর্থিং কপার ক্যাবলসহ মো. পারভেজ শেখ (২৪) নামে একজনকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৩ জুলাই) দুপুর ৩টার দিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল উদ্ধার করা হয়।

আটক মো. পারভেজ শেখ রামপাল উপজেলার প্রশাদনগর গ্রামের মো. জাফর শেখের ছেলে।

আরও পড়ুন: গাইবান্ধায় হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

আনসার ব্যাটালিয়ন ৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজ শেখ নামে এক ব্যক্তির কাজ থেকে ১০৭ পিস কপার ক্যাবল উদ্ধার করা হয়। ৫০ কেজির বেশি পরিমাণে আর্থিং ক্যাবলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামালসহ চোরকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।