পদ্মায় ধরা পড়লো ২ মণ ওজনের শুশুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৩ জুলাই ২০২৩

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার লঞ্চ ঘাট এলাকায় পদ্মা নদীতে মফিজ ঢালী নামের এক জেলের জালে ধরা পড়েছে দুই মণ ওজনের শুশুক।

সোমবার (২ জুলাই) সকালে শুশুকটি ধরা পড়ে। এ সময় শুশুকটি লঞ্চঘাট এলাকায় আনলে এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় ও উৎসুক জনগণ। তবে পানি থেকে ডাঙ্গায় তোলার কিছু সময় পরেই মারা যায় শুশুকটি।

জেলে মফিজ ঢালী বলেন, ভোরে কয়েকজন জেলে মিলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জাল ফেলেন। সকালে জাল তোলার সময় বুঝতে পারেন জালে বড় কোন মাছ আটকা পড়েছে। পড়ে জাল টেনে নৌকায় তুলে দেখেন প্রায় ২ মণ ওজনের একটি বড় শুশুক আটকা পড়েছে। নদীর পাড়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুক খান শুশুকটি কিনে নেন।

আরও পড়ুন: নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্থানীয়রা জানায়, শুশুক ধরা পড়েছে শুনে দেখতে এসেছেন। এসে দেখেন শুশুকটি মরে গেছে। তবে এই ধরনের প্রাণী ধরা থেকে বিরত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, বিষয়টি আমার জানা নেই। এখানে মৎস্য বিভাগের কোনো ভূমিকা নেই। কারণ এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে পড়ে। যার ফলে আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, পদ্মা নদীতে সচারচর এদের দেখা যায় না, হয়তো দল বিচ্ছিন্ন হয়ে পদ্মা নদীতে চলে এসেছে। মূলত জোয়ার ভাটা অঞ্চলে এদের বেশি দেখা যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শুশুক ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। এ জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এবিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।