পদ্মা সেতু
প্রস্তুত অটোমেটিক টোলিং সিস্টেম
উদ্বোধনের বর্ষপূর্তিতে স্বপ্ন জয়ের পথে পদ্মা সেতু। এক বছরে এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না যানবাহন পারাপার। সেতুর দুই প্রান্তে টোল প্লাজায় টোল দিয়ে সহজেই প্রমত্তা পদ্মা পারি দেওয়া সম্ভব হয়েছে। উদ্বোধনের প্রথম বছর (৩৬৫ দিন) পদ্মা সেতু পারি দিয়েছে ৫৬ লাখ ৭৫ হাজার ২০৫টি যানবাহন। টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা। সেতুতে যানবাহনে টোল প্রদানে এবার আরও গতি আসছে। কারণ এরই মধ্যে সেতুর টোল প্লাজায় প্রস্তুত অটোমেটিক টোল সিস্টেম। দ্রুতই এ পদ্ধতির মাধ্যমে টোল আদায় কার্যক্রম চালু করতে প্রস্তুতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। মাত্র ২ থেকে ৩ সেকেন্ডে টোল আদায়ে ম্যানুয়ালি টোল প্রদানের সুবিধা থাকায় সময়ক্ষেপণের বিষয়টি থাকবে না।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় সাতটি করে মোট ১৪টি টোল বুথ রয়েছে। এর মধ্যে দুই প্রান্তে দুটি বুথে অটোমেটিক টোল সিস্টেম চালু হবে। ঈদের পরই সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় এই পদ্ধতি চালু হতে পারে।
টোল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন বুথগুলো স্থাপন করছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের জন্য যানবাহনের উইন্ডশিল্ডে লাগাতে হবে বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই প্রি-পেইড কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে অটোমেটিক টোলিং সিস্টেমে। ডিজিটাল পেমেন্টের জন্য যানবাহনে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত আরএফআইডি ট্যাগ থাকতে হবে।
আরও পড়ুন: পদ্মা সেতু পাড়ি দিয়েছে পৌনে ৫৭ লাখ যান, টোল আদায় ৭৯৮ কোটি টাকা
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, অটোমেটিক টোল সিস্টেমের কাজ শেষ হয়েছে। যেকোনো সময় এটি চালুর জন্য প্রস্তুত। ঈদযাত্রার জন্য আমরা অপেক্ষা করছি। কোরিয়ান এক্সপার্ট টিমের সঙ্গে আলোচনা করে আমরা ঈদের পর সেটি চালু করবো। ওটিসি চালু হলে খুব অল্প সময়ে ২-৩ সেকেন্ডের মধ্যে টোল আদায় হবে, ক্যাশ লেনদেন থাকবে না। এতে টোল প্লাজায় টোলের জন্য কোনো সময় লাগবে না, টোল প্রদানে আরও গতি আসবে।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে এরইমধ্যে সাধারণ যানবাহন টোল দিয়েছে ৭৯৭ কোটি ৩২ লাখ ২৬ হাজার ১৫০ টাকা। সেনাবাহিনী ও এসএসএফ যানবাহন টোল আদায় হয়েছে ৯১ লাখ ৭০ হাজার ৫৫০ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী ও এসএসএফ তাদের পরিবহনের পারাপারে প্রতি মাসে মোট টোল একসাথে প্রদান করায় চলতি মাস শেষে তাদের টোল পাওয়া যাবে। এতে প্রথম বছরের টোল পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরও পড়ুন: বদলেছে কুয়াকাটার চিত্র, পর্যটক দ্বিগুণ
প্রসঙ্গত, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে প্রমত্তা পদ্মার বুকে নির্মিত হয় দ্বিতল পদ্মা সেতু। গত বছর ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন প্রধানমন্ত্রী নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন। পরদিন সকাল থেকে সাধারণের জন্য যান চলাচল উন্মুক্ত হয়।
আরাফাত রায়হান সাকিব/এসএইচএস/জিকেএস