মাগুরায় ৩০০ রোগীর মধ্যে দেড় কোটি টাকার চেক বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৪ জুন ২০২৩

মাগুরায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ ছয়টি জটিল রোগে আক্রান্ত ৩০০ রোগীর মধ্যে দেড় কোটি টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এ অনুদানের চেক বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরায় ৩০০ রোগীর মধ্যে দেড় কোটি টাকার চেক বিতরণ

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, সহকারী পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার চার উপজেলার জটিল এ ছয়টি রোগে আক্রান্ত প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।