সুনামগঞ্জ
নদ-নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরাঞ্চলে
দুইদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা, যাদুকাটা, বোলাই নদীর পানি কমতে শুরু করেছে। এরইমধ্যে সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে ছাতক উপজেলায় সুরমার পানি গতকাল বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার (২৪ জুন) সকালে তা কমে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, সুনামগঞ্জে নদ-নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরাঞ্চলের বাসিন্দাদের মনে। তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা ফারুখ মিয়া বলেন, নদ-নদীর পানি যেভাবে বাড়তে শুরু করেছিল, এতে আমরা খুব আতঙ্কে ছিলাম। দুইদিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার হাওরাঞ্চলের বাসিন্দা হিরণ মিয়া বলেন, ঢলের পানিতে নিম্নাঞ্চলের সব সড়ক ডুবে গিয়েছিল। আমরা চরম দুর্ভোগে ছিলাম। তবে এখন পানি কমায় সড়কগুলো জেগে উঠেছে।
ছাতকের বাসিন্দা আব্বাস মিয়া বলেন, যেভাবে উজান থেকে ঢলের পানি নামছিল আর নদ-নদীর পানি বাড়ছিল আমরা খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম। যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাবো? তবে এরইমধ্যে নদীর পানি কমায় হাওরাঞ্চলে স্বস্তি ফিরেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত দুইদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখন আর বন্যার তেমন একটা শঙ্কা নেই।
লিপসন আহমেদ/এমআরআর/জেআইএম