চা দোকানির ঝাড়ুর আঘাতে প্রাণ গেলো ক্রেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ জুন ২০২৩

ঝিনাইদহে চা পানের বকেয়া পরিশোধকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানির ঝাড়ুর আঘাতে আরজান মণ্ডল (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার টেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজান মণ্ডল পার্শ্ববর্তী রুদ্রপুর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকের বাজার এলাকায় স্থানীয় আবু তালেবের দোকান থেকে বৃহস্পতিবার ২২ জুন) বাকিতে চা পান করেন আরজান মণ্ডল। শুক্রবার সকালে পুনরায় বাকিতে চা চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ধাক্কাধাক্কির একপর্যায়ে দোকানি আবু তালেব তাকে ঝাড়ু দিয়ে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান আরজান মণ্ডল। তখন বাজারের অন্যরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানি দোকান পরিষ্কার করার ঝাড়ু দিয়ে আরজান মণ্ডলকে আঘাত করেছিলেন। তবে ময়নাতদন্ত শেষেই বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিরিন সুলতানা বলেন, মারামারির ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।