এভারেস্ট ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৩ জুন ২০২৩

নেপালে এভারেস্ট ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আসিফ ইকবাল। মঙ্গলবার (২০ জুন) নেপালের উপরাষ্ট্রপতি রাম সাহাই প্রসাদ ইয়াদভ এ অ্যাওয়ার্ডটি মো. আসিফ ইকবালের হাতে তুলে দেন।

পরিবেশ নিয়ে কাজ করায় বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকজন এ অ্যাওয়ার্ড পান। বাংলাদেশ থেকে এ অ্যাওয়ার্ড পেলেন বাইজুলিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) সভাপতি মো. আসিফ ইকবাল।

মো. আসিফ ইকবাল বলেন, যে কোনো অ্যাওয়ার্ড ভালো কাজের প্রতি অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। পাশাপাশি সমাজ ও দেশের প্রতিও দায়িত্ব বেড়ে যায়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।