শরীয়তপুরে মাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২১ জুন ২০২৩

শরীয়তপুরের নড়িয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত জাহিদ মাঝিকে (২৫) আটক করেছে।

নিহতের নাম নারগিছ বেগম (৪০)। তিনি ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী।

বিজ্ঞাপন

jagonews24

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। সেলিম মাঝি-নারগিছ বেগম দম্পতির তিন ছেলে-মেয়ে। জাহিদ সবার বড়। বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা-মা বাড়িতে আসেন। পরে স্ত্রী ও ছেলে জাহিদকে বাড়িতে রেখে সেলিম মাঝি দোকানে চলে যান। সন্ধ্যায় সেলিম মাঝি ও তার ভাই শাহিন ঘরের দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে নারগিছকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে বঁটি নিয়ে জাহিদ দাঁড়িয়ে ছিলেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের স্বামী সেলিম মাঝি বলেন, জাহিদের মাথায় সমস্যা রয়েছে। সে আমার সংসারের লক্ষ্মীকে খুন করেছে। আমি ওর ফাঁসি চাই।

jagonews24

হত্যার বর্ণনা দিয়ে অভিযুক্ত জাহিদ মাঝি বলেন, আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে দীনি পথে চলতে বাধা দিতেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।