ঈশ্বরদীতে কাঁচামরিচের দাম কেজিতে বাড়লো ১০০ টাকা
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। বাজারে কেজি প্রতি কাঁচামরিচ এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সোমবার (১৮ জুন) ঈশ্বরদী বাজারের পাইকারি আড়তে কাঁচামরিচ বেচাকেনা হয়েছে ১০০ টাকা কেজি। মঙ্গলবার সকালে ১৪০ টাকা কেজি আর বুধবার সকালে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচ কিনতে আসা আমিরুল ইসলাম বলেন, শুক্রবার ৯০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। আজ এসে শুনছি ২০০ টাকা কেজি। এটা কী মেনে নেওয়া যায়। প্রয়োজন এক কেজি বাধ্য হয়ে কিনলাম আধা কেজি। দাম বাড়ার কারণও জানতে পারলাম না। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ী যখন তখন ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছে অথচ দেখার কেউ নেই।
ঈশ্বরদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, দুদিন ধরে কাঁচামরিচের দাম বাড়ছে। গত সোমবার থেকে বুধবার ১০০ টাকা কেজি দরের কাঁচামরিচ এখন ২০০ টাকা।
পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী আজিজুল হক বলেন, এ অঞ্চলের সবচেয়ে বেশি কাঁচামরিচ আমদানি হয় বগুড়া ও সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে। বৃষ্টিপাতে অনেকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় মরিচের সংকট দেখা দিয়েছে। তাই দাম বাড়ছে।
কাঁচামাল ব্যবসায়ী আমিন উদ্দিন জানান, বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে এতটা দাম বেড়ে যাবে ভাবতে পারিনি। বর্ষাকালে এমনিতেই কাঁচামরিচে দাম বাড়ে কিন্তু এবার বৃষ্টিপাত শুরু না হতেই দাম বেড়ে গেলো এটা বুঝতে পারলাম না।
শেখ মহসীন/এসজে/জেআইএম