নৃত্যে জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের মহুয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২০ জুন ২০২৩
শিক্ষামন্ত্রী হাত পুরস্কার নেয় মহুয়া

দ্বিতীয় বারের মতো জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের নৃত্যশিল্পী ইসরাত বিনতে ইউসুফ মহুয়া। জাতীয় শিক্ষা সপ্তাহের চূড়ান্ত পর্বে ‘গ’ বিভাগে অংশ নিয়ে লোকনৃত্যে সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে।

সোমবার (১৯ জুন) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে পুরস্কার ও সনদপত্র নেয় মহুয়া।

ইসরাত বিনতে ইউসুফ মহুয়া টাঙ্গাইলের কবি ও কলেজ শিক্ষক তরুণ ইউসুফ এবং জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক মৌসুমী রহমান দম্পতির দ্বিতীয় মেয়ে। সে টাঙ্গাইল শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শাখার তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সঙ্গীত ও নাট্যশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার।

মহুয়ার বাবা টাঙ্গাইলের কবি ও কলেজ শিক্ষক তরুণ ইউসুফ বলেন, সে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেলো। চলতি বছরের ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে ও দেশ সেরা হয়ে স্বর্ণপদক পায় মহুয়া।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।