চুয়াডাঙ্গা
যমজ সেই চার শিশুর জন্য বাছুরসহ গাভি উপহার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির যমজ চার কন্যার জন্য একটি বাছুরসহ গাভি উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকেলে বাছুরসহ গাভিটি মাহাবুল-কল্পনা দম্পতিকে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে সোমবার দুপুরে জেলার ডুগডুগি পশুহাট থেকে এক লাখ ২ হাজার টাকায় বাছুরসহ গাভিটি ক্রয় করা হয়।
আরও পড়ুন: একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
গত ১০ মে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দেন কল্পনা আক্তার নামের এক গৃহবধূ। তিনি দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুলের স্ত্রী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দেখতে গিয়ে ওই চার কন্যাশিশুর নাম রাখেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।
একসঙ্গে চার শিশুর ভরণপোষণ করা দিনমজুর বাবা মহাবুলের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এ অবস্থায় পরিবারটির কথা ভেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা এ উপহারের ব্যবস্থা করেন।
আরও পড়ুন: একসঙ্গে চার শিশুর জন্ম, দোয়েল-কোয়েল-ময়না-টিয়া নাম রাখলেন ডিসি
ইউএনও রোকসানা মিতা বলেন, একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম হওয়ায় দরিদ্র পরিবারটির কথা ভেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবসময় পরিবারটির পাশে আছি।
হুসাইন মালিক/এসআর/জেআইএম