সাপের কামড়ে প্রাণ হারালেন তুলা গবেষণা কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৮ জুন ২০২৩

বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা (৪৯) নামে এক তুলা গবেষণা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

চিরন্তন চাকমা বালাঘাটা পাহাটি তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন অফিসার ও রাঙ্গামাটির বনরূপা পাড়া এলাকার মৃণাল কান্তি চাকমার ছেলে।

আরও পড়ুন: ‘হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, উজাড়ের নয়’

পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা মৃতের পরিবারের বরাতে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় তুলা গবেষণা কেন্দ্রের বাসার উঠানে বিষাক্ত সাপ দংশন করে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার নিহারঞ্জন নন্দী জানান, যাচাই-বাছাই ছাড়া মানবদেহে অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত নয়। শনিবার সাপে কাটা রোগীকেও অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

নয়ন চক্রবর্তী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।