সিরাজগঞ্জে ধানের মণ ১৫০০ টাকা করার দাবি কৃষকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৭ জুন ২০২৩

ফসলের সঠিক দাম দেওয়াসহ চার দফা দাবিতে কৃষকবন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ কৃষক সমিতি।

শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ কড্ডার মোড় ও বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় কৃষকদের দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও কৃষকবন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। বিক্ষোভ পরে মহাসড়কে অবস্থান নেয় কৃষক সমিতির নেতারা।

মহাসড়কের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সবুর।

আরও পড়ুন: বিদ্যুৎ বিল পরিশোধ, তবু ৬ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

তিনি কৃষকের চার দাবি উল্লেখ করে বলেন, বরেন্দ্র অঞ্চলের সারাদেশে কৃষি সেচে অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধ, চাহিদা ও সময়মতো ন্যায্য দামে সেচের পানি বিতরণ নিশ্চিত কর, সারসহ সব ধরনের কৃষি উৎপাদন উপকরণের দাম কমানো, ন্যূনতম ১৫০০ টাকা মণ দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা, প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদান, শস্য বীমা ও পল্লী রেশন চালু করতে হবে। এসব দাবি আদায়ে উত্তরবঙ্গের ১৬টি জেলার মহাসড়কের ৩৪ স্পটে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ কৃষক সমিতি।

এ সময় জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ মল্লিক, সদস্য শফিকুল ইসলাম, সুনীল কুমার দে, ভূপাল সাহা ও অ্যাডভোকেট জুলফিকার আজাদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কৃষি ও কৃষক রক্ষা করতে না পারলে দেশ জাতি দুর্ভিক্ষের কবলে পড়বে। কৃষক আজকে নানান বঞ্চনার শিকার, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট সময়েও হয়রানির শিকার হচ্ছে।

আরও পড়ুন: বন্ধ লাখো তাঁত কারখানা, শ্রমিকদের মানবেতর জীবন

এ সময় বক্তারা অবিলম্বে বরেন্দ্র অঞ্চলে ও পল্লী বিদ্যুৎয়ের দুর্নীতি হয়রানি বন্ধের দাবি ও ধানের মূল্য ১৫০০ টাকা মণের দাবি জানান।

এম এ মালেক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।