অগ্নিকাণ্ডে নিঃস্ব খাদেমুলকে ভ্যান উপহার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভ্যানচালক খাদেমুল ইসলামকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে তাকে এ ভ্যান উপহার দেওয়া হয়।
গত ১ মে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছরি পারুয়া গ্রামে কয়েলের আগুনে সর্বস্ব হারান ভ্যানচালক খাদেমুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ইউএনও এবং চেয়ারম্যান একটি ভ্যান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেটি আজ তাকে উপহার হিসেবে দেওয়া হলো।
নতুন ভ্যান পেয়ে খুশি খাদেমুল ইসলাম। তিনি বলেন, ‘কয়েলের আগুনে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেয়েছিল। আয়-রোজগারের কোনো পথ ছিল না। তাই ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কাছে আমার সমস্যার কথা বলেছিলাম। তারা আজ আমাকে একটি ভ্যান উপহার দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে খাদেমুলের অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। পরে ইউএনওর সঙ্গে কথা বলে তাকে একটি ভ্যান উপহার দেওয়া হয়েছে।’
ইউএনও বিপুল কুমার বলেন, আশা করি ভ্যানটি পেয়ে আগের মতো স্বাবলম্বী হয়ে উঠবেন খাদেমুল ইসলাম।
অগ্নিকান্ডে তার ঘরবাড়ি ও উপার্জন করার একমাত্র ভ্যান গাড়িটিও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে খাদেমুল নিঃস্ব এবং কর্মহীন হয়ে পড়েছিল। পুনরায় কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য একটি ভ্যান গাড়িটি প্রদান করা হয়। আশা করছি তিনি আগের মত সাবলম্বী হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
তানভীর হাসান তানু/এসআর/জেআইএম