দুমড়ে যাওয়া ট্রাকে দু’ঘণ্টা আটকে থাকলেন চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৫ জুন ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা কবলিত ট্রাকচালক নিজ আসনে আহত অবস্থায় আটকে ছিলেন দুই ঘণ্টা। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাকচালক মো. জামিউল হক (৩৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রান্তমারি গ্রামের মোহাম্মদ আজিমের ছেলে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

দুমড়ে যাওয়া ট্রাকে দু’ঘণ্টা আটকে থাকলেন চালক

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে মান্দারকান্দি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক তার নিজ আসনে আহত অবস্থায় আটকে যান। প্রথমে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ৬ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্পেটার মেশিনের সহায়তায় চালক জামিউলকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর থাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত ট্রাকচালক জামিউল তার ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানান তিনি।

এসকে রাসেল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।