চায়ের পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দোকানির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৫ জুন ২০২৩

ভোলায় চায়ের জন্য পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩০) নামের এক দোকানির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের কাপড়পট্টিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরযমুনা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি দুলারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, মনির হোসেন দীর্ঘদিন ধরে দুলারহাট বাজারের কাপড়পট্টিতে চায়ের দোকান চালাচ্ছেন। আজ দুপুরে বিদ্যুতের সাহায্যে পানি গরম করতে গেলে স্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।