সম্পত্তির জন্য হুইল চেয়ারে বসা বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ জুন ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় মামাতো ভাইকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের টামটা গ্রামে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঞা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৬৫)। তিনি টামটায় গ্রামের মৃত আইউব আলীর ছেলে।

আটকরা হলেন নিহতের ফুপাতো ভাই অভিযুক্ত নাছির, টামটা গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও শিহাব।

এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ফুটেজটিতে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসেছিলেন আমির হোসেন। এসময় নাছির হঠাৎ কোদাল দিয়ে তার ঘাড়ে আঘাত করেন। এতে আমির হুইল চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুনরায় কোদাল দিয়ে আঘাত করতে থাকেন নাছির। একপর্যায়ে চলে যান। পরে স্থানীয়রা আমির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ওসি আলমগীর ভূঞা বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাপসপাতাল মর্গে পাঠানো হেয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।