কাউন্সিলর স্বামীর মৃত্যুর পর উপ-নির্বাচনে জয়ী স্ত্রী
বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোসা. আফরোজা পারভীন। তিনি ১ হাজার ৩১ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আখতারুজ্জামান পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছেন ৮২৪ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৮ জানুয়ারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারিকুজ্জামান টিটু মৃত্যুবরণ করেন। এতে ওই ওয়ার্ডের কাউন্সিল পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আজ এ ওয়ার্ডের নির্বাচনে মো. তারিকুজ্জামান টিটুর সহধর্মিণী আফরোজা পারভীন নির্বাচনে অংশ নিয়ে ২০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বরগুনা পৌরসভায় নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পারভীন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বিভাষ কুমার দাস বলেন, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে উটপাখি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা আফরোজা পারভীনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৩ হাজার ৪২৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৫৫ জন।
এমআরআর/এএসএম