স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১২ জুন ২০২৩

জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১বছর পর স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১২ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জয়মুদ্দিন আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের মৃত কোকরা সাখিদার এর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২০ আগস্ট সকালে আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের জয়মুদ্দিন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ গোপন করে। পরবর্তীতে আনোয়ারাকে তার মেয়ে খুঁজে না পেয়ে তার মামা আ. রহমানকে খবর দেয়।খোঁজাখুঁজির এক পর্যায়ে আনোয়ারার মরদেহ পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়। আনোয়ারার ভাই আ. রহমান তার ভগ্নিপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন: বাসচাপায় নাদিয়ার মৃত্যু: প্রতিবেদন ২৫ জুলাই

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। পরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আসামি বর্তমানে পলাতক রয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।