উদ্বোধনের পরদিনই কমলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আম বুকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫৪ এএম, ১০ জুন ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য বৃহস্পতিবার (৮ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরদিনই শুক্রবার (৯ জুন) কমেছে আমের বুকিং।

শুক্রবার নির্ধারিত সময়ের ৪০ মিনিট বিলম্বে বিকেল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছাড়ে বিশেষ এই ট্রেন। এর আগে বিকেল ৪টার দিকে রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে আম বুকিং হয়েছিল ৭ হাজার ৭৮৭ কেজি। এতে রাজস্ব আয় হয়েছিল ১০ হাজার ৫১৩ টাকা। তবে শুক্রবার দ্বিতীয়দিনে তা কমে বুকিং দাঁড়ায় ৬ হাজার ৬৭৯ কেজি এবং রাজস্ব আয় হয়েছে ৮ হাজার ৮৭৮ টাকা।

অন্যদিকে, রহনপুর রেলস্টেশনে উদ্বোধনী দিনে ৪ হাজার ৭৫৮ কেজি আম বুকিংয়ের বিপরীতে রাজস্ব আয় হয় ৬ হাজার ২৯৫ টাকা। শুক্রবার এই স্টেশনে আম বুকিং হয়েছে ৪ হাজার ৪৮৫ কেজি, এতে রাজস্ব আয় হয়েছে ৫ হাজার ৭২৮ টাকা।

jagonews24

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রেলস্টেশনে চলতি বছরের ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের দ্বিতীয়দিনে আম বুকিং হয় মোট ১১ হাজার ১৬৪ কেজি আম। অথচ উদ্বোধনী দিনে বৃহস্পতিবার এই দুই স্টেশন থেকে আম বুকিং হয়েছে ১২ হাজার ৬৪৫ কেজি। এতে দেখা যায় একদিনের ব্যবধানে আমের বুকিং কমেছে ১ হাজার ৪৮১ কেজি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, কী কারণে আম বুকিং কমেছে তার সঠিক কারণ জানা নেই। তবে চলতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হওয়ার আগে থেকেই দফায় দফায় মাইকিং করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মো. সোহান মাহমুদ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।