রহমতের বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ পড়লেন ৭০০ মুসল্লি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৯ জুন ২০২৩

অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে বিপর্যস্ত সাধারণ মানুষসহ পশু-পাখি। এ থেকে পরিত্রাণ চেয়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় ও মোনাজাত করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার বাসিন্দারা।

শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এই ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। প্রায় ৭০০ মুসল্লি এই নামাজ আদায় ও দোয়ায় অংশগ্রহণ করেন।

বোচাগঞ্জ থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আইয়ুব আলীর ইমামতিতে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। আগের দিন বৃহস্পতিবার রাতে সেতাবগঞ্জ পৌর এলাকায় নামাজে শরিক হওয়ার জন্য মাইকিং করা হয়।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম বলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করতে। এই অনাবৃষ্টি দাবদাহ আমাদের পাপের ফসল। আমাদের সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং মানুষের হক নষ্ট করার প্রবণতা বেড়ে গেছে। সর্বপরি আল্লাহর হকও আমরা আদায় করি না। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ তারই ফসল। ইস্তিস্কার নামাজ আমরা ঠিক একই সময় টানা ৩ দিন আদায় করবো ইনশাআল্লাহ।

সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। প্রাণীকূলেও নেই স্বস্তি। প্রকৃতির বাতাসে গরম হাওয়া। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। খরা আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল। আমনের বীজতলা তৈরি পরতে পারেনি কোনো কৃষক। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও চোখের পানি ফেলে বিশেষ মোনাজাতে দোয়া করেন নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা।

সেতাবগঞ্জ কাপড় হাটি মসজিদের ইমাম হাফেজ মাওলনা মো. ওবাইদুল্লাহ জানান, ইস্তিস্কার নামাজ পর পর তিন দিন আদায় করা উত্তম। ধর্মপ্রাণ মুসল্লিদের একই সময় পরপর তিন দিন ইস্তিস্কার নামজে শরিক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।