সকালে ইসতিসকার নামাজ, বিকেলে বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৮ জুন ২০২৩

ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ আদায়ের পর জেলাজুড়ে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এর আগে সকাল ৯টায় মহানগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

সকালে ইসতিসকার নামাজ, বিকেলে বৃষ্টি

খোঁজ নিয়ে জানা যায়, মহানগরী ও সদর উপজেলায় বিকেল সাড়ে ৫টা থেকে বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলমান থাকে। ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা, নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গফরগাঁও উপজেলায় একই সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার আবুল কাশেম বলেন, ‘যে বৃষ্টি হচ্ছে তাতে গরম আরও বেশি লাগছে। তবে বৃষ্টি আরও বেশি হলে গরম কমে আসবে।’

সকালে ইসতিসকার নামাজ, বিকেলে বৃষ্টি

জেলার নান্দাইল উপজেলার মো. মিন্টু বলেন, উপজেলাজুড়েই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে, বৃষ্টি আরও বেশি দরকার।

ভালুকা উপজেলার মিজানুর রহমান বলেন, নামাজ ও দোয়ার পর বৃষ্টি আমাদের জন্য সুসংবাদ। আমি আশাবাদী বৃষ্টি আরও বেশি হতে পারে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।