বাঘাইছড়িতে ডায়রিয়া রোধে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৮ জুন ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাবজনিত কারণে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি। এসময় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুন: দিনব্যাপী বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

বৃহস্পতিবার (৮ জুন) উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহপাড়া, অরুণকারবারীপাড়া ও লুনথিয়ানপাড়া এলাকার কয়েকশ অসহায় মানুষ চিকিৎসা সেবা নেন।

বাঘাইছড়িতে ডায়রিয়া রোধে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

ক্যাম্পেইনে বিজিবির মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মো. নাজমুল হাসান রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে তাদের খাবার সেলাইনসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়।

বাঘাইছড়িতে ডায়রিয়া রোধে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

ক্যাম্পেইন পরিদর্শন করে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৬ জুন থেকে দুর্গম এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ কারার জন্য নির্দেশ দেন তিনি।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।