সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় তরুণ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৮ জুন ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) ভোরের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কলারোয়ার গদখালি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।

স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেন। পরে চাইলে দুদিনেও ফেরত দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে আগে থেকে থাকা রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এসময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিলেন। এদের গ্যাং রয়েছে।

আহত মনিরুলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জাগো নিউজকে বলেন, অভিযুক্ত রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।