লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৮ জুন ২০২৩

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে কুমিল্লায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ জুন) নগরীর শাসনগাছা বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

jagonews24

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিদ্যুৎখাতের দুর্নীতির বিরুদ্ধে ও লোডশেডিংমুক্ত বিদ্যুৎ ব্যবস্থা চেয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা জামান, সদর উপজেলার আহ্বায়ক রেজাউল কাইয়ুম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জামাল খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।