হঠাৎ পুকুরে ভেসে উঠলো ৪০ লাখ টাকার মরা মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৮ জুন ২০২৩

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিশাল একটি পুকুরে ৪০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৮ জুন) উপজেলার আব্দুল্লাপুর ইউনয়নের পুলিন্দারপাড় এলাকায় স্থানীয় সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের চাষের পুকুরে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তভোগী।

স্থানীয়-ভোক্তভোগী সূত্রে জানা যায়, ৩ বছরের জন্য ২৪ লাখ টাকা ভাড়ায় সাড়ে ৩ একর আয়তনের ওই পুকুরে রুই-কাতলা, শিংসহ বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন আব্দুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। বুধবার ভোরে হঠাৎ কিছু ছোট মাছ মরে ভেসে ওঠে। বিষয়টি প্রথমে গুরুত্ব না দিলে বৃহস্পতিবার ভোরে আবারো পুকুরে ছোট-বড় অধিকাংশ মাছ মরে ভেসে উঠতে থাকে। এক পর্যায়ে মরা মাছে ভরে যায় সমস্ত পুকুর।

গোলাম হোসেন জানান, ১১ মাস আগে ২০ লাখ টাকার মাছ ছাড়ছিলাম। গতকাল কিছু মাছ মরেছে। আজকে ভোরে ১ ঘণ্টার মধ্যে পুরো পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। বিষ প্রয়োগ না করলে শিং মাছ, শোল মাছ মরে না। আমার ৪০ লাখ টাকার মাছ শেষ। এ এলাকায় এর আগে কখনো এমন হয়নি। শত্রুতা করেই ক্ষতি করা হইলো। আমি এর উপযুক্ত বিচার চাই।

মাছচাষে অংশীদার খাইরুল চাকলাদার জানান, গোলাম হোসেন পুকুরে মাছ চাষ করছিলেন, আমরা শরীক ছিলাম। তিনি আমাদেরকে জানান পুকুরে মাছ মরে যাচ্ছে, আমরা এসে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এখন মানুষের টাকা কীভাবে দেবো।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বলেন, আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।