তিন বছরের সন্তানসহ মায়ের মরদেহ ঝুলছিল এক রশিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ জুন ২০২৩
ফাইল ছবি

কুমিল্লার হোমনায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মরদেহ একই রশিতে ঝুলে ছিল।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ফকির বাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলেন- ফকির বাড়ির জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২২) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মরদেহ দুটি একই রশিতে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাবুকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।