ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ জুন ২০২৩

ভারতে আড়াই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

দেশে ফেরত আসারা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩), ফেনীর দাগনভূঞা থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২), মাদারীপুরের কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩), যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মো. আব্দুলের ছেলে মো. হাসান (৩৫) ও ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ারর রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪)।

বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই বাজারে আসছে ‘হাঁড়িভাঙা আম’

ওসি বলেন, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহারে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আড়াই বছর পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

জামাল হোসেন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।