কুমার নদের পাড়ে মাটি কাটায় একজনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৮ জুন ২০২৩

ফরিদপুরের সালথায় অবৈধভাবে কুমার নদের পাড় থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুন) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী। এসময় যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্যসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইযুবী বলেন, কুমার নদের পাড় থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে' অভিযুক্ত রিপন ফকিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।