বাসর ঘরে বউ রেখে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৭ জুন ২০২৩

সিরাজগঞ্জে বাসর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষণ বিশ্বাস (২৫) নামে এক যুবক।

বুধবার (৭ জুন) ভোরে এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লক্ষণ ওই গ্রামের আরাণ বিশ্বাসের ছেলে।

নিহতের বড় ভাই শরৎ চন্দ্র বলেন, মঙ্গলবার বিকেলে পাশের তাড়াশ উপজেলার গণেশচন্দ্রের মেয়ের (২০) সঙ্গে পারিবারিকভাবে লক্ষণের বিয়ে হয়। রাতেই নতুন বউকে বাড়িতে আনা হয়। ভোরে নতুন বউ বাইরে বের হলে লক্ষণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবক মঙ্গলবার বিয়ে করে বউ ঘরে এনেছিল। কিন্তু রাত শেষ না হতেই আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

এম এ মালেক/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।