অ্যাক্সেল ভেঙে রেললাইনে ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৭ জুন ২০২৩

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকায় রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনে আটকে যায়। একইসময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে জালশুকা স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসে। এ ঘটনার পাঁচ মিনিটের মধ্যে স্টেশন মাস্টারকে ফোনে বিষয়টি জানানো হলে ট্রেনটি থামানো হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বুধবার (৭ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জালশুকা লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, গেটম্যান ও স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ রেলস্টেশন থেকে পূর্বধলা উপজেলার জারিয়াগামী একটি লোকাল ট্রেন ছেড়ে আসার সময় হলে উপজেলার জালশুকা লেভেল ক্রসিংয়ে বালুবাহী একটি ট্রাক আটকে যায়। এসময় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জালশুকা স্টেশনে ট্রেনটি থামানো হয়। এসময় ওই স্টেশনে ট্রেনটি থেমে থাকায় কিছু যাত্রীরা হেঁটে গন্তব্যস্থলে যান। পরে প্রায় ৫০ মিনিট পর বালু সরিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি সরানো হয়।

জালশুকা লেভেল ক্রসিংয়ের গেটম্যান শামছুল হক বলেন, ট্রেনে আসার কয়েক মিনিট আগে রেললাইনে উঠতেই একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ফোনে জালশুকা স্টেশন মাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানো হয়।

পূর্বধলা স্টেশন মাস্টার আবদুল মোমেন বলেন, ট্রাকের অ্যাক্সেল ভেঙে যাওয়ার খবরে জালশুকা স্টেশনে ট্রেনটি প্রায় ৫০ মিনিট থামিয়ে রাখা হয়। পরে ট্রাকটি সরিয়ে আবার লাইন স্বাভাবিক করা হয়।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।