নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৬ জুন ২০২৩

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কেন্দ্র করে শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা স্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশায় করে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে তাদের সময় এবং ভাড়া বেশি গুনতে হচ্ছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ১৫ মার্চ শেষ হয়েছে। এরপর দুই মাস পার হলেও কমিটির নেতারা কোনোরকম সাধারণ সভা করেননি বা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন না। এ নিয়ে সাধারণ সদস্যদের মাঝে বিভাজন শুরু হয়েছে।

Naogaon-3.jpg

এছাড়া বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একটি বড় অংশ বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান সদস্যরা।

শহরের পার নওগাঁ মহল্লার বাসিন্দা কামাল হোসেন বেলা সাড়ে ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড যান। তিনি বলেন, নানার বাড়ি ধামইরহাট যাবো। বাসস্ট্যান্ডে এসে দেখি সব বাস বন্ধ। শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বাস বন্ধ রেখেছে। তবে কখন বাস চালু হবে বলা যাচ্ছে না। আর বাস চালু না হলে যাওয়া সম্ভব না।

বাসচালক এরশাদ আলী বলেন, কমিটির মেয়াদ শেষ হয়ে আরও তিনমাস চলে যাচ্ছে। কিন্তু কোনো সাধারণ সভা বা আলোচনা এখনো হয়নি। আবার শুনছি নতুন করে তারা কমিটির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। কিন্তু মেয়াদ বাড়ানোর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আমরা এ কমিটি আর চাই না। নতুন করে নির্বাচনের পক্ষে। যত দিন না আলোচনা সাপেক্ষে নির্বাচনের সিদ্ধান্ত হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা এ অবৈধ কমিটি চাই না।

Naogaon-3.jpg

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মেয়াদ শেষ হওয়ার পর শ্রমিক ফেডারেশন থেকে আগামী ২১ মাস পর্যন্ত নতুন করে কমিটির মেয়াদ বাড়িয়ে আনা হয়েছে। কিন্তু ইউনিয়নের শ্রমিকদের একটি বড় অংশের সদস্যরা তা না মেনে অবৈধ বলে দাবি করছে। এ কারণে তারা সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম বলেন, গত জানুয়ারি মাসে সাধারণ সভা আহ্বান করা হয়েছিল। সেই সভায় ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ রেজুলেশন করে বর্ধিত করা হয়েছে। কিন্তু কিছু সদস্য কমিটিকে অবৈধ দাবি করছেন। তাদের এই অভিযোগ মোটেও সঠিক না। সময় অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

আব্বাস আলী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।