জামগাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৬ জুন ২০২৩
ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে উঠে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।

এরআগে সকালে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যান খোকন।

খোকন চন্দ্র উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌসুমি ফলের ব্যবসা করতেন খোকন। মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেন। সকালে জাম পাড়তে গাছে উঠলে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে গুরুতর আহত হন খোকন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে এটি একটি দুর্ঘটনা। পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।