খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

অব্যাহত খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সমর্থনে মঙ্গলবার সকাল থেকে পিকেটাররা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মিছিল-পিকেটিং করছে।

হরতালের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহনের পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছে। স্কুলশিক্ষক চিংসা মং চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লাগাতাল কর্মসূচিতে খাগড়াছড়ি কার্যত অচল হয়ে পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।