ভোলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই
ভোলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে গেছে। এতে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সোমবার (৫ জুন) বিকেলের দিকে লালমোহন বাজারের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
লালমোহন বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফিজুর রহমান বলেন, হঠাৎ একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম