নাটোর
এক হাজার শিক্ষার্থীর মাঝে প্রাণ গ্রুপের গাছের চারা বিতরণ
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৫ জুন ২০২৩
বিশ্ব পরিবেশ দিবসে এক হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে প্রাণ গ্রুপ। সোমবার (৫ জুন) সকালে নাটোরের প্রাণ এগ্রো লিমিটেডের আশপাশের পাঁচটি বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় একডালা মডেল হাইস্কুলে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপা পরিচালক (এমডি) মো. ইলিয়াছ মৃধা।
পর্যায়ক্রমে পাশের চাঁদপুর হাইস্কুল, বেলগরিয়া হাইস্কুল, জংলি গার্লস হাইস্কুল ও জংলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রাণ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক একেএম মইনুল ইসলাম মইন, নাটোর এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক নাসের আহমেদ, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. হযরত আলী, একডালা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস ও জংলি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/এমএস