হিলি দিয়ে অনুমতি মিললো ১৬ হাজার টন পেঁয়াজ আমদানির

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৫ জুন ২০২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬ হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে সাত আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হিলিতে বিকেল নাগাদ আসতে পারে ভারতীয় পেঁয়াজ 

বিজ্ঞাপন

তিনি বলেন, হিলি থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য কৃষিমন্ত্রণালয়ের খামার বাড়িতে আবেদন করেন। এরমধ্যে এখন পর্যন্ত সাত ব্যবসায়ী ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এখন পেঁয়াজ আমদানির করতে কোনো বাধা নেই।

এদিকে ভারতীয় ট্রাকচালকদের আন্দোলনের বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী নেতারা হিলি সীমান্তের শুণ্যরেখার বৈঠকে বসেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।