চুয়াডাঙ্গায় হাসপাতালের আবাসিক এলাকায় পড়ে ছিল মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৫ জুন ২০২৩

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুন) দুপুর ২টার দিকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, লোকটিকে হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। সম্ভবত তিনি মানসিক প্রতিবন্ধী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফাতেহ আকরাম দোলন বলেন, আবাসিক এলাকার এক নারী ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। এরপর খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আপাতত মরদেহটি সদর হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এরই মধ্যে আলামত সংগ্রহ করেছে পিবিআই।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে কাজ করছে পিবিআই।

হুসাইন মালিক/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।