পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থলে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে পারাপারের অপেক্ষার রয়েছে শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সোমবার রাত পৌনে ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ডিজিএম বিদ্যুৎ কুমার সাহা জানান, রাত বাড়ার সাথে সাথেই কুয়াশার পরিমান বাড়তে থাকে। রাত ১টার দিকে ফেরিচালকরা চোখে কিছু না দেখায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি নোঙ্গর করে আছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে নোঙ্গর করে আছে আরও ৮টি ফেরি। মাঝ নদীতে যাত্রীবাহী বাস-ট্রাক ও পণ্যবাহী যান নিয়ে আটকা আছে আরও ৪টি ফেরি। কুয়াশার পরিমাণ কমলে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।