বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যায় জড়িত রকিবুল ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ জুন ২০২৩

বগুড়ার আদমদীঘিতে ভ্যান ছিনিয়ে নিয়ে চালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যায় জড়িত মো. রকিবুল হাসানকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৪ জুন) এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শনিবার রাতে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে ভ্যানচালক তৈয়ব আলীকে হত্যায় জড়িত রকিবুলকে গ্রেফতার করা হয়। রকিবুল এবং তার সহযোগীরা ভ্যানচালক তৈয়ব আলীকে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ আরও বলেন, হত্যার ঘটনায় তৈয়ব আলীর ছেলে বাদী হয়ে আদমদীঘি থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে রকিবুলের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। মামলার পর থেকে রকিবুল রাজধানীতে পালিয়ে বেড়ান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে র‌্যাব গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।