কুড়িগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৪ জুন ২০২৩

কুড়িগ্রাম জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার নাম মো. একরামুল হোসেন এরশাদ (৩৫)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারী এলাকার শওকত আলী ছেলে।

মৃতের স্বজনরা জানান, গত বুধবার বিকেলে ওই হাজতিকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে পুলিশ। তার কাছে কোনো ধরনের মাদকদ্রব্য না পেলেও ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠায়। এ অবস্থায় শনিবার একরামুল হোসেন অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম কারাগারের জেলার আবু সাইম জানান, একরামুল হোসেন নামের ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কারাগারে হাজতির মৃত্যু

একরামুল হোসেনের বোন শিউলি বেগম অভিযোগ করেন, আটকের পর একরামকে ভুরুঙ্গামারী থানার পুলিশ টাকা দাবি করে। সেই টাকা দিতে দেরি হওয়ায় পুলিশ তাকে নির্যাতন করে কারাগারে পাঠায়। পুলিশের নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একরামুল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ভুরুঙ্গামারী থানায় ৮-৯টি মাদকের মামলা রয়েছে। মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছে মাদক পাওয়া না গেলেও ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।