সিলেটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে প্রাণ-আরএফএল গ্রুপের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ জুন ২০২৩

সিলেটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছেন দেশের শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপের দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবী। শুক্রবার (২ মে) বিকেল ৪টা থেকে টানা দুই ঘণ্টা নগরীর শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় পড়ে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন তারা।

প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ইভেন্ট ম্যানেজমেন্ট শাখার সুপারভাইজার আতিকুর রহমান মুন্না জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাণ-আরএফএল গ্রুপ এ কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন: ‘প্রাণ-আরএফএল’র উদ্যোগে সৈকত পরিষ্কার করলেন শতাধিক মানুষ

মুন্না বলেন, ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিংয়ের জন্য আমরা কারখানায় পাঠিয়ে দেব। এরপর এগুলো দিয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করা হবে। এছাড়া যেসব বর্জ্য রিসাইক্লিং করার উপযুক্ত নয় ওগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে। এর ফলে কিছুটা হলেও শহরের পরিবেশ-প্রকৃতির সুরক্ষা পাবে।

jagonews24

প্লাস্টিক বর্জ্য সংগ্রহে অংশ নিয়ে সিলেটের স্থানীয় গণমাধ্যমকর্মী আজহার উদ্দিন শিমুল বলেন, এ ক্যাম্পেইন আয়োজন করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরণের কর্মসূচির মাধ্যমে সমাজে জনসচেতনতা বাড়বে।

আরও পড়ুন: কুমিল্লায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহে অংশ নেয় ৩০০ স্বেচ্ছাসেবী

প্রাণ-আরএফএল গ্রুপ ২০১২ সালে প্লাস্টিক পণ্য রিসাইক্লিং কাজের সঙ্গে যুক্ত হয়। প্লাস্টিক রিসাইক্লিং কার্যক্রমে এখন পর্যন্ত প্রাণ-আরএফএল বিনিয়োগ করেছে প্রায় ৩৫০ কোটি টাকা। প্রতিবছর সিঙ্গেল ইউজ প্লাস্টিকসহ প্রায় ৩২ হাজার টন বিভিন্ন ধরনের প্লাস্টিক রিসাইক্লিং করে বানাচ্ছে শতাধিক পণ্য।

ছামির মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।