কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের মৃত আবদুল গফুর মিয়াজির ছেলে হাজী আবদুল মমিন (৭০) ও তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন জানান, কবুতরকে খাবার দিতে গিয়ে স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মমিন মিজি নিজের বাড়িতে কবুতর পালতেন। আর কবুতরের ঘরের সঙ্গে বৈদ্যুতিক তার ছিল। দুপুরে মমিন মিজি কবুতরকে খাবার দিতে গেলে ঘরের সঙ্গে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় বাড়ির অন্যরা দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস